Your Best Way For Computer Learning

DAILY UPDATE

মুক্ত এক পাখির গান

মজিলা ফাউন্ডেশনের ‍তৈরি করা গান শোনার মুক্ত সফটওয়ার মিউজিক প্লেয়ার songbird একটি উন্নত সংস্করন songbird ১.১ বের হয়েছে। শুধু মজিলা ফাউন্ডেশনের তৈরি বলেই নয়, বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারনেই এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
এটি একাধিক অপারেটিং সিস্টেমে চলে। এ‍টি উইন্ডোজ, লিনাক্স ও ম্যাকসহ প্রায় সব অপারেটিং সিস্টেমে চলবে songbird ১.১। এিেট ডায়নামিক প্লে-লিস্ট সমথন করে। এিেট দিয়ে সহজেই গানের *** তৈরি করা যায়। সয়টওয়ারটি ইনষ্টলের পর এটি নিজ থেকেই জানতে চাইবে যে আপনি কম্পিউটারে গানের লাইব্রেরী তৈরি করবেন কি না এবং পরপর এটি সম্পুণ কম্পিউটার খুজে সব গানের একটি তালিকা তৈরি করে দেবে। এ তালিকা থেকে খুব সহজেই গানগুলো খুজে বের করা যায়। এ‍টি ব্যবহার করে কোন গান চালানো হলে এটি নিজে থেকেই ইন্টারনেট থেকে ওই গানের কথা, শিল্পীর নাম, জীবনি, ছবি বা তার অন্য কী কী এলব্যাম রয়েছে এবং শিল্পী ওই এলব্যামটি সম্পরকিত যাবতীয় তথ্য দেখাবে। এটি দিয়ে ইন্টারনেট ‍রেডিও শোনার ব্যবস্থা আছে। এর ‍সঙ্গে একটি ওয়েবসাইট দেখার সফটওয়ার (ব্রাওজার) দেওয়া হয়েছে। যেটি ফায়ারফক্সের ওপর ভিত্তি করে তৈরি কার। তাই ফায়ারফক্সের সব বাড়িতি প্রোগ্রাম (এ্যাড-অনস) এটির সঙ্গে ব্যবহার করা যাবে। শুধু ব্রাওজার এর জন্যই নয়, গান চালানোর জন্য এই সফটওয়ারটির জন্য পাওয়া যাবে বিভিন্ন ধরনের ছোট ছোট প্রোগাম ও থিম। প্রায় প্রতিদিনই তৈরি হচ্ছে প্রয়োজনীয় বিভিন্ন এ্যাড-অনস। এটির ব্যাহ্যিক চেহারা (ইন্টারফেস) থেকে শুরু  করে সবকিছুই পরিবতর্ন করা যাবে নিজের মত। এগুলো ছাড়াও একটু খুজেই পেয়ে যাবেন আরো নতুন নতুন অপশন।
এর সবচেয়ে ভালদিক হল এটি আপনারা ব্যবহার করতে পারবেন সম্পুণর্ বাংলায়। ডাউনলোড করুন এখান থেকে

Search site

২ ভাদ্র ১৪১৬ - সোমবার ?১ ভাদ্র ১৪১৬ - রবিবার ?

 

  

১ ভাদ্র ১৪১৬ - রবিবার

এখন সময় ......

 

আপনার ভিজিটর নম্বর

hit