Your Best Way For Computer Learning

ফোল্ডারকে নিরাপদে রাখুন

18/03/2009 15:04

ফোল্ডারকে Hide/Unhide করার জন্য আমরা Folder Options, Registry Edit সহ আরো অনেক ধরনের থার্ডপার্টি সফটওয়্যারের সাহায্য নিই। তারপরও যেন আমরা নিশ্চিত থাকতে পারি না। কারণ Folder Options এর বিষয়টি মোটামুটি সবাই জানে। ফলে ফোন্ডারের নিরাপত্তা নিয়ে থেকে যায় সংশয়। কিছুদিন আগে অনলাইনের একটি ব্লগ এ Hide Folder নামে একটা সফটওয়্যার পেলাম। যা দিয়ে আপনি আপনার ইচ্ছে মত ফোন্ডার সমূহ লুকিয়ে রাখতে পারেন।

Hide Folder সফটওয়্যারটি পাসওয়ার্ড প্রটেক্টেড ফলে লুকিয়ে রাখা ফোন্ডারে প্রবেশ করতে আপনাকে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। অনেক সময় ফোল্ডার হাইড করা থাকলে ও আমরা Address bar এ লোকেশন অনুযায়ী এর নাম লিখে এন্টার করে উক্ত ফোন্ডারে প্রবেশ করি। Hide Folder সফটওয়্যার ব্যবহার করলে Address bar এ লোকেশন অনুযায়ী এর নাম লিখে এন্টার করে ও ফোন্ডারে প্রবেশ করা যাবে না। আর সফটওয়্যারটি সেটাপে তেমন কোন ঝামেলা পোহাতে হয় না। সাধারন সফটওয়্যারের মতো। তবে সেটাপের সময় রেজিষ্ট্রেশন কী চাইবে। কিন্তু এতে কোন রেজিষ্ট্রেশন কী লাগে না। এটি একটি ফ্রীওয়্যার। Skip করে চলে আসুন। একটা পাসওয়ার্ড দিয়ে ইন্সটল শেষ করুন। এরপর ব্যবহার করে দেখুন। তবে এই সফটওয়্যার এর ক্ষেত্রে পাসওয়ার্ড ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন।

ডাউনলোড করুন এই লিংক থেকে।

Search site

২ ভাদ্র ১৪১৬ - সোমবার ?১ ভাদ্র ১৪১৬ - রবিবার ?

 

  

১ ভাদ্র ১৪১৬ - রবিবার

এখন সময় ......

 

আপনার ভিজিটর নম্বর

hit