Your Best Way For Computer Learning

KS-Download Manager

21/03/2009 08:40

বিনামূল্যে পাওয়া যায় কিন্তু কাজের দিক দিয়ে পুরোপুরি প্রফেশনাল এই রকম কিছু সফটওয়্যার নিয়ে আগে আলোচনা করেছিলাম। আজ আপনাদের বলব Free Download Manager সম্পর্কে। নাম দেখেই বুঝে গেছেন এটি একটি ডাউনলোড ম্যানেজার। প্রচলিত ডাউনলোড ম্যানেজারগুলো মধ্যে Download Accelerator Plus (DAP), FlashGet ইত্যাদি যথেষ্ট জনপ্রিয়। যদি ও এসব ডাউনলোড ম্যানেজার ফ্রি তে ডাউনলোড করে ব্যবহার করা যায় কিন্তু সবগুলো ফিচার পেতে হলে আপনাকে টাকা খরচ করতে হবে। Free Download Manager সম্পূর্নরুপে ফ্রি এবং ওপেন-সোর্স ভিত্তিক সফটওয়্যার। ফলে অতিরিক্ত সুবিধাগুলো পাওয়ার জন্য কোন রকম টাকা খরচ করার দরকার নেই।

Free Download Manager এর যেসব সুবিধা সমূহ পাবেন:-

GNU General Public License: এটি GNU পাবলিক লাইসেন্সের অধীনে তৈরী সম্পূর্ন বিনামূল্যের একটি সফওয়্যার।

BitTorrent support: টরেন্ট ফাইল ডাউনলোড করার জন্য আলাদা কোন বিট-টরেন্ট ক্লায়েন্ট দরকার নেই।

Upload manager: এটি আপলোড ম্যানেজার হিসেবে ও কাজ করে।

Flash video download: Youtube অথবা Google Video এর মত সাইট থেকে সরাসরি ফ্ল্যাশ ভিডিও ফাইল ডাউনলোড করতে পারে। এবং ডাউনলোড করা ফাইলকে অন্যান্য ফরম্যাটে কনভার্ট করতে পারে।

Remote Control: ইন্টারনেট বা ল্যানের মাধ্যমে নতুন ডাউনলোড লিস্ট করা বা ডাউনলোড চলছে বা হয়ে গেছে এরকম লিস্ট দেখতে পারবেন।

Portable mode: আপনি যদি একাধিক কম্পিউটারে কাজ করেন তবে Free Download Manager কে পোর্টেবল মোডে রাখতে পারবেন।

Enhanced audio/video files support: অডিও/ভিডিও ফাইল পুরোপুরি ডাউনলোড হবার আগেই প্রিভিউ দেখতে পারবেন।

Download acceleration/Resume: ডাউনলোড স্পীড ৬০০% বা তার বেশী পর্যন্ত বৃদ্ধি করতে পারে। এবং রিজিউম সাপোর্ট করে।

Adjusting traffic usage: আপনি চাইলে ডাউনলোড স্পীড নিয়ন্ত্রন করতে পারেন ফলে ডাউনলোডের সময় ব্রাউজিং সমস্যা হবে না।

Smart file management and powerful scheduler: Free Download Manager ফাইলের ধরন অনুযায়ী ডাউনলোড করা ফাইলগুলোকে সাজিয়ে রাখে। এছাড়া শিডিউল ডাউনলোড সাপোর্ট করে।

Site Explorer: এই ফিচারের মাধ্যমে আপনি ওয়েবসাইটের ফোল্ডার স্ট্রাকচার দেখতে পারবেন এবং প্রয়োজনীয় ফাইল ডাউনরোড করতে পারবেন।

HTML Spider: সম্পূর্ন ওয়েবসাইট ডাউনলোড করে ফেলতে পারবেন।

Simultaneous downloading from several mirrors: এক সাথে একাধিক মিরর সার্ভার থেকে ফাইল ডাউনলোড করতে পারে।

Zip files partial download: জিপ করা ফাইলে আংশিক ডাউনলোড করতে পারে।

Multi language support: প্রায় ৩০ টি ভাষায় পাওয়া যায়।

তাহলে আর অপেক্ষা কেন? ডাউনলোড করে ব্যবহার শুরু করে দিন এই ফ্রি কিন্তু প্রফশনাল ডাউনলোড ম্যানেজারটি। বিস্তারিত নিচের লিংকে পাবেন।

Free Download Manager

 

এই লেখাটি সংগ্রহ করা হয়েছে কম্পিউটার & ইলেক্ট্রনিক্স থেকে

Search site

২ ভাদ্র ১৪১৬ - সোমবার ?১ ভাদ্র ১৪১৬ - রবিবার ?

 

  

১ ভাদ্র ১৪১৬ - রবিবার

এখন সময় ......

 

আপনার ভিজিটর নম্বর

hit